1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে শিক্ষককে বিদায় জানালো প্রাক্তন শিক্ষার্থীগণ

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: গোয়াইনঘাটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদকে বর্নিল আয়োজনের মাধ্যমে বিদায় জানালো কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ৷অধ্যাপক শামীম আহমদের অবসর জনিত বিদায় উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগ উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে অনুষ্টিত হয় এই বিধায় সংবর্ধনা অনুষ্টান৷

গতকাল ২৪ ফেব্রুয়ারি গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মনিরুল করিমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালয় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন অধ্যাপক শামীম আহমদের অবসরজনিত বিদায়কালীন সময়ে প্রাক্তন শিক্ষার্থীরা যে আয়োজন করেছে তাতে আমরা বিমোহিত,আমরা আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে , আমাদের শিক্ষক জীবনের পূর্নতা এনে দেয় এই ধরনের আয়োজন ৷তিনি অধ্যাপক শামীম আহমদের অনেক গূণাবলী তুলে ধরে বলেন তার অবসরকালিন বিদায়ে গোয়াইনঘাট সরকারি কলেজে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয় ৷
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক শামীম আহমদ বলেন আজ এই অবসরকালীন সময়ে আমার শিক্ষার্থীগণের এই আয়োজন দেখে আমার বলতে কোন দ্বিধা নেই যে আমার শিক্ষক জীবন স্বার্থক,আমি জানিনা তোমাদেরকে দীর্ঘ এই ৩০বছরের শিক্ষকতার জীবনে কি দিতে পেরেছি তবে পেয়েছি তোমাদের পাহাড়সম ভালোবাসা ও সম্মান ৷
সভায় বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তপনকৃঞ্চ দেব, শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, কলেজের প্রভাষক সুমি বেগম।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মো. নুরুল হুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন সোলেমান উদ্দিন, মো. আব্দুল্লাহ, মিনহাজ আহমদ পারভেজ, হানিফ আহমদ,সোলেমান আহমদ ,দুলাল আহমদ, রোভার স্কাউটস সদস্য আকিব আহমদ, মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আজিমা ফেরদৌস।
সংবর্ধনা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী তানজিল হোসেনের সম্পাদনায় প্রকাশিত স্মারক গ্রন্থ ‘আবেগ’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST