ফেসবুক ডেস্ক :: সিলেট-তামাবিল রোডে কিছুদিন পর পর কেবলই তরুণ-যুবক মারা যায় কেন? যখন মারা যায় এক সাথে কয়েক জন কেন মারা যায়? এই তো কিছু দিন আগে এক সাথে চার যুবক মারা যায়। আরো কিছুদিন আগে পাঁচ জন মারা যায় একই সাথে। গেলো রাতে সিলেট-তামাবিল হাইওয়ের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় রোড ক্র্যাশে মারা গেলো তিন তরুণ। নিহতরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা, মোকামবাড়ির আলাউদ্দিনের ছেলে শিহাব আহমদ এবং গ্রামের আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমদ। তিন জনই সহপাঠি এবং কারো বয়স ২৫ এর বেশি নয়।
তরুণ-যুবকেরা প্রাণ কেন পছন্দ এই হাইওয়ের? সিলেট-তামাবিল হাইওয়েতে আর কত প্রাণ ঝরবে? আর কত তরুণ-যুবকের মায়ের বুক খালি হবে। এই হাইওয়েতে ঘন ঘন রোড ক্র্যাশ বন্ধে পদক্ষেপ নিন।
Leave a Reply