অনলাইন ডেস্ক :: আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাটের স্বাপ্নিক তরুণ মীম সালমান।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম ছড়িয়ে পড়ায় তরুণদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক সাড়া। চতুর্থদিক থেকে তরুণ যুব সমাজ তার প্রতি জানাচ্ছি সর্বাত্মক সমর্থন।
এমতবস্থায় ব্যক্তিভাবে যোগাযোগ করা হলে মীম সালমান মীম সালমান কানাইঘাটের কথাকে জানিয়েছেন; আসন্ন উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করা নিয়ে এখন পর্যন্ত সাংগঠনিক কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি। দেশের মানুষের গণঅধিকার আদায়ে কেয়ারটেকার সরকারের অধিনে গত পনেরো বছর ধরে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু বরাবরের মত এবারও গণ-দাবিকে উপেক্ষা করে সরকার প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করায় দেশের আপামর জনতার দাবির উপর অটুট থেকে আমার রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। এখন পর্যন্ত বর্জনের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার। দলের সিদ্ধান্তের বাহিরে এক চুল পরিমাণ নড়াচড়া করার সুযোগ আমার নেই।
উপজেলা নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচনের মধ্যে পার্থক্য রয়েছে। যদি উপস্থিত সময় স্থানীয় উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করার মত তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দল থেকে নেওয়া হয় এবং দল থেকে যদি আমাকে নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয় তাহলে অবশ্যই কানাইঘাটবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ।
Leave a Reply