অনলাইন ডেস্ক :: কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের দিঘীরপার গ্রামের এক রত্নগর্ভা মা “বেগম আয়শা খানম” গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টায় তাঁহার চট্টগ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৭৮ বছর। ২০১৪ সালে তিনি রত্নগর্ভা মা হিসাবে পুরস্কার পান। তাঁহার স্বামীর চাকুরীর সুবাদে চট্টগ্রামে সকল সন্তানের জন্ম হয় এবং মায়ের অক্লান্ত পরিশ্রমে সেখানেই তারা লেখাপড়া করে নিজ নিজ অবস্থানে প্রতিষ্টিত হন। তাঁহার বড় ছেলে শামসুর রহমান বাবুল একটি ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার থেকে অবসরপ্রাপ্ত হন, ২য় ছেলে শফিকুর রহমান বেবুল চট্টগ্রাম বন্দর অফিসের ইঞ্জিনিয়ার পদ থেকে অবসরপ্রাপ্ত হন, ৩য় ছেলে জামিলুর রহমান বুলবুল চট্টগ্রামে বায়তুল ইজ্জত বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ৪র্থ ছেলে মৃত্যু বরণ করেছেন, ৫ম ছেলে আমিনুর রহমান মুকুল বিটিভির একজন নাট্যকার ও অভিনেতা, ৬ষ্ট ছেলে মমতাজুর রহমান মনজু এসিস্ট্যান্ট প্রফেসর সিলেট ক্যাডেট কলেজ ও ৭ম ছেলে মিজানুর রহমান সিদ্দিকী ডেপুটি ডাইরেক্টর রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, দুই মেয়ে যথাক্রমে আফিয়া খানম- গৃহিণী ও রেজিয়া খানম শুমা, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক, ঢাকায় কর্মরত। তাঁর স্বামী হাজি আবদুস সালাম চট্টগ্রাম বন্দর অফিসের স্ব্যাস্হ্য বিভাগে চাকুরী করতেন, দুই বছর পূর্বে তিনি মৃত্যু বরণ করেন। রত্নগর্ভা এই মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, লেখক ও গবেষক এবং জৈন্তিয়া ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আর কে এম মোশতাক চৌধুরী, সাধারন সম্পাদক ও বিশিষ্ট লেখক মো: নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা নবিশ আইনজীবী মো: আলমগীর চৌধুরী প্রমূখ।
লেখক :: মোহাম্মদ মোশতাক চৌধুরী ইতিহাস বিষয়ক লেখক শাহপরান, সিলেট। মোবাইল – ০১৭৬১ ৩৫১ ০০০
Leave a Reply