অনলাইন ডেস্ক :: বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২০২৪-২০২৬ বছরে ২য় বারের মতো সদস্য নির্বাচিত হলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
আজ শনিবার হলি ফ্যামিলি রেড-ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্টিত ভোটের মাধ্যমে ১১০ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে তিনি জয়লাভ করেন। এ ছাড়া ১ম স্থান অধিকারী ১১৫ ভোট পেয়েছেন। সর্বমোট ভোটার ছিলেন ১৪০ জন, কাস্টিং ১৩৩ ভোট। এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০ জন।
এদিকে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির সকল ইউনিটের সম্মানিত সকল ডেলিগেট ও ভোটারবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Leave a Reply