আলিম উদ্দিন আলিম, (কানাইঘাট) সিলেট :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে ত্রান ও খাবার পানি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার কানাইঘাট পূর্ব বাজার খেয়াঘাটে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি জারিকেন মাধ্যমে ১৩৫ পরিবার, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মেছা গ্রামে ২৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শেষে সাতবাঁক ইউপির নয়া-ঠাকুরেরমাটি গ্রাম ও দাবাধরনীর মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ এম. ইউ. কবির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন HoD, IFRC এর বাংলাদেশ কান্ট্রি ডেলিগেশন Mr. Alberto Bocanegra, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, ডিজাস্টার রেসপন্স বিভাগের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, সিলেট ইউনিটের ভাইস -চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য সুয়েব আহমেদ, ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল, যুব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান ১ চৌধুরী লাবিব ইয়াছির, উপ যুব প্রধান ২ মোঃ বদরুল আজাদ শুভ সহ যুব কার্যকরী কমিটির সদস্য ও যুব সদস্যবৃন্দ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়িব শামিম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ চৌধুরী, দক্ষীণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট পৌরসভার সাবেক কাউন্সিল তাজ উদ্দিন প্রমূখ।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ এম. ইউ. কবির চৌধুরী কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক সহযোগিতা ও গৃহ নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply