অনলাইন ডেস্ক :: আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের দায়িত্ব গ্রহণের পর, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন- এর প্রথম মাসিক সভা গত বুধবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট- ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জাহান, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি আফতাব উদ্দিন।
এসময় কানাইঘাট উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি সহ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply