অনলাইন ডেস্ক :: সংসদে লক্ষ শ্রমিকের পক্ষে কথা বলায় সিলেট- ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর প্রতি কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন বাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন।
মহান জাতীয় সংসদের অধিবশনে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লক্ষ লক্ষ শ্রমিকের কর্মস্থল দীর্ঘদিন থেকে বন্ধ করে রাখা লোভাছড়া পাথর কোয়ারী খোলে দেওয়া এবং লোভাছড়া দু’পারে স্তুপ আকারে রাখা জব্দকৃত পাথর সহ কানাইঘাটের বড় বড় সমস্যা নিয়ে কথা বলেন সিলেট- ০৫, আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
পাথর কোয়ারী বন্ধ হওয়াতে লক্ষ লক্ষ শ্রমিক পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে অসম্ভব কষ্টে দিনযাপন করছে। পাশাপাশি হাজার হাজার ব্যবসায়ীদের মূলধন দুধারে স্তুপ আকারে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পাথর জব্দ করে রাখা হয়। কয়েক দফা নিলামে ও এর সুরাহা হয়নি। একারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু আজ অবধি এর সমাধান হয়নি। এদিকে পাথর কোয়ারী দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কোয়ারী এলাকায় অনেক পাথর জমে আছে যার কারণে নদী ভরাট হচ্ছে। ফল স্বরুপ বর্ষা মৌসুমে দ্রুত নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘন ঘন ব্যাপক বন্যা হয়।
এসব জনগুরুত্বপূর্ণ অসুবিধা সমূহ নোট করে মাননীয় সংসদ সদস্য এগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরায় লক্ষীপ্রসাদ ইউনিয়ন বাসীর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন সাংসদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউনিয়ন বাসীর পক্ষে তিনি মনে করেন মাননীয় সাংসদের নেতৃত্বে পাথর কোয়ারী, জব্দকৃত পাথর সহ কানাইঘাট উপজেলার সকল সমস্যা অতিদ্রুত সমাধান করা সম্ভব হবে।
Leave a Reply