আলিম উদ্দিন আলিম, কানাইঘাট (সিলেট) :: সিলেট জেলার কানাইঘাট উপজেলার টিলা ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে করণীয় বিষয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এসময় বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জাহান, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, সদর ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বকর, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়িব শামিম, বড়চতুল ইউপি আব্দুল মালিক চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান কানাইঘাট থানা পরিদর্শন ও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশে সুরমা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন।
Leave a Reply