কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ইউপির বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শত মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ জনপ্রতি ৬ হাজার টাকা ও ১ হাজার টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মোঃ আবু তাহের এর পরিচালনায় ও লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অর্থ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা।
জানা যায়, সিলেট ও খাগড়াছড়ি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অধিনে কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্থ লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৪ শত জন, দিঘীরপার পুর্ব ইউপির ৩ শত জন ও সাতবাঁক ইউপির ৩ শত জন মিলে সর্বমোট কানাইঘাটের ১ হাজার জন মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কারিতাসের উর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মি. গৌতম ম্রং, আঞ্চলিক ব্যবস্থাপক মি. অনুব্রত ধর, কারিতাস সিলেট অঞ্চলের কর্মকর্তা মি. ডেন্নিকেল পড়ুয়েং, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির প্যানেল চেয়ারম্যান মুজির উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন জয় প্রমূখ।
Leave a Reply