অনলাইন ডেস্ক :: মটরসাইকেল দুর্ঘটনায় কানাইঘাটের দুই এইচএসসি পরীক্ষার্থী গতকাল মঙ্গলবার রাত অনুমান ১২ টায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। এই দুই জন-সহ তিন তরুণ কালিগঞ্জ থেকে বাইকে করে কানাইঘাটের সড়কের বাজার এলাকায় তাদের নিজ বাড়িতে ফিরছিলো। তারা তিনজনই বন্ধু। রাত সাড়ে ১০টার দিকে তারা বাইক ক্র্যাশের মুখোমুখি হয়। এসময় ঐ তিন তরুণ সহ অপর আরেকজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে দুই জন মৃত্যুবরণ করে।
নিহত দুই তরুনই কানাইঘাট উপজেলার সড়কের বাজার মালিক নাহার মেমোরিয়াল একাডেমি থেকে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো। তাদের একজন কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের মানিকপুর গ্রামের ইমদাদুর রহমান (বুদাই) এর ছেলে এ এম মারজান (১৮), আরেকজন একই ইউনিয়নের করছটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (১৯)। গুরুতর আহত তাদের অপর বন্ধু সৌরভকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলো এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে এবং আরোহী সবাই ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরসহ চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও মারজান নামের দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।
Leave a Reply