অনলাইন ডেস্ক :: 19 আগস্ট, 2024 তারিখে, স্টার্ট ফান্ড বাংলাদেশ দ্বারা সমর্থিত, কারিতাস সিলেট আঞ্চলিক সম্মেলন কক্ষে সতর্কতা B0-55 (সিলেট ও খাগড়াছড়ি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) একটি দিনব্যাপী ব্যাপক পাঠ শেখার কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কারিতাস সিলেট অঞ্চলের প্রকল্প স্টাফ, প্রকল্প অংশগ্রহণকারী, পিআইসি সদস্য, সম্প্রদায়ের সদস্য, সাংবাদিক এবং প্রধান কর্মী সহ ৩৫ জন অংশগ্রহণকারীকে একত্রিত করে। কর্মশালার আলোচ্যসূচিতে প্রত্যাশা এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা, প্রকল্পের একটি সামগ্রিক উপস্থাপনা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং পর্যবেক্ষণ, চ্যালেঞ্জ, শেখা পাঠ, সর্বোত্তম অনুশীলন, ফাঁক এবং সুপারিশের উপর খোলা আলোচনা অন্তর্ভুক্ত ছিল।
সেশনটি পরিচালনা করেন জনাব সরোজ পি. কোরায়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা, কারিতাস কেন্দ্রীয় অফিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ডায়োসিসের বিশপ রেভারেন্ড শরোট ফ্রান্সিস গোমেস এবং তিনি প্রকল্প কর্মীদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য দেন।
জরুরী সাড়া পাওয়ার পর বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান তিনি। কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব বনিফেস খোংলাহ প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করার জন্য তার সমাপনী বক্তব্যে স্টার্ট ফান্ড বাংলাদেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply