অনলাইন ডেস্ক :: গতকাল শুক্রবার রাত অনুমান ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা। পরে রাতেই বিজিবি তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের ১০০ গজের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি ভেবেছিলেন ভারত চলে এসেছেন।
জানা যায়, বাংলাদেশ সীমান্ত পার হতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে ১৫ হাজার টাকায় চুক্তি করেছিলেন আলোচিত এই সাবেক বিচারপতি। এরপর যাদের সঙ্গে চুক্তি করেছিলেন তারা তার সঙ্গে থাকা প্রায় ৭০ লাখ টাকা নিয়ে তাকে মারধর করে চলে যান। এরপর তিনি স্থানীয়দের কাছে আটক হন।
পরে স্থানীয়রা তাকে আটক করে দনা সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্পে নিয়ে যান। সেখানে বিজিবি ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার বর্ণনা দেন।
বিজিবি ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমি ভয়ে পালাইতেছি। প্রশাসনের ভয়ে। আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড। আজকে ৪০ হাজার টাকা ছিল। গতকাল দুই ছেলে আমার কাছে থাকা ৬০/৭০ লাখ টাকা নিয়ে গেছে। আমার কাছে কিচ্ছু নাই। মোবাইলসহ সব নিয়ে গেছে। আমি ১৫ হাজার টাকায় ভারত যাওয়ার জন্য ওদের বলেছিলাম। ১৫ হাজার টাকা আমি দিয়েছি। পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে চলে গেছে।’
Leave a Reply