অনলাইন ডেস্ক :: নিজ জন্মভূমি কানাইঘাটে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)।
সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার বিকেল ৪টায় কানাইঘাটে শান্তি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে উপলক্ষ্যে দুপুর থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা মিছিল সহকারে পৌর শহরের নন্দিরাই বাইপাস পয়েন্ট মোড়ে সমবেত হন। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান ও দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল বাশারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন চাকসু বলেন, দীর্ঘ ১৫ বছর বিনা ভোটে আওয়ামী সৈরশাসক শেখ হাসিনা দমন-নিপীড়ন ও নির্যাতন গুম হত্যা চালিয়ে দেশের ক্ষমতায় ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের সরকারের পতনের মাধ্যমে দেশে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিরোধী দলের শত শত নেতাকর্মীকে হত্যা করেছিল। আমরা হত্যার বদলা নিতে চাই না, বিএনপি শান্তি-সম্প্রীতি চায়, আমাদের নেত্রী খালেদা জিয়া চরমভাবে নির্যাতনের পর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামীলীগের বিচার দেশের জনগন করবে। কানাইঘাটে যাতে করে আওয়ামীলীগের নেতাকর্মীরা অন্যায় ভাবে কোন ধরনের হয়রানীর শিকার না হন এজন্য বিএনপি’র নেতাকর্মীদের দেশ গঠনে আত্মনিয়োগের পাশাপাশি সজাগ থাকতে হবে।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ লতিফ, বর্তমান সহ সভাপতি ডাঃ আব্দুস শহিদ শিকদার, ওয়েছ আহমদ, ছয়েফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সাবেক সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রফিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল মোর্শেদ, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, কানাইঘাট পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, শামীম আহমদ, ইয়াহিয়া আহমদ, আব্দুল লতিফ, রহিম উদ্দিন ভরসা, ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বদরুল আলম, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউপি বিএনপির সভাপতি ওলি মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল হোসেন মেম্বার, কানাইঘাট সদর ইউপি বিএনপির সহ সভাপতি আবুল হাসনাত, সাতবাঁক ইউপি বিএনপির সহ সভাপতি মখলিছুর রহমান, দিঘীরপাড় ইউপি বিএনপি নেতা কুতুব উদ্দিন সরকার, মাসুম আহমদ, শাহ জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ, কানাইঘাট পৌর কৃষকদলের আহবায়ক রাশিদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকারিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল বাছিত, কয়ছর আহমদ, উমর আলী, পৌর ছাত্রদলের আহবায়ক রেদোয়ান ফাহিম, ছাত্রদল নেতা সিয়াম আহমদ ফাহিম সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
Leave a Reply