একজন আশিক চৌধুরী
১) সফল জনপ্রতিনিধি-
দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।এই সময় সুনাম ও কৃতিত্বের সহিত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
২) যার ফলশ্রুতিতে দলীয় নেতাকর্মী ও আপামর জনসাধারণের ভালবাসায় একাধারে উপজেলা পরিষদের ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন।
৩) কর্মীবান্ধব ও জনবান্ধব এ নেতা বিজয় নিশ্চিত জেনেও দলীয় সিদ্ধান্তে অনুগত থেকে সম্মান জানিয়ে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ান।
৪) কানাইঘাট পৌরসভা গঠিত হওয়ার পর অত্যন্ত সাফল্যের সাথে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন।জনসেবা নিশ্চিত করতে সেই সময় নাগরিক সনদ বিভিন্ন সনদপত্র বিনামূল্যে প্রদান করতেন তিনি।
৫) ওয়ান ইলেভেন ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঢাকা সিলেট ও নিজ মাতৃভূমিতে সম্মুখ যোদ্ধা হিসেবে স্ব-শরীরে উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেন। যার কারণে একাধিক মামলার আসামি হয়েছেন।
৬) দেশ ও দলের ক্রান্তিলগ্নে কানাইঘাট জকিগঞ্জবাসীর পাশে থেকে নেতাকর্মীদের ছায়া হিসাবে কাজ করেছেন।
৭) কানাইঘাট জকিগঞ্জের পাড়া মহল্লায় আশিক উদ্দিন চৌধুরী আপন কর্মের সুবাদে বেশ পরিচিতি অর্জন করেছেন।
৮) সর্বশেষ আমার দেখা স্বার্থহীন ভাবে রাজনৈতিক অঙ্গনে জীবনের সর্বোচ্ছ ত্যাগ স্বীকার করেছেন, যার কারণে বর্তমান সময়ে আপামরসাধারণ সহ দলীয় নেতাকর্মীর প্রিয়জন হিসেবে রয়েছেন।
৯) এমনকি রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৎ পরিচ্ছন্ন নেতা হিসাবে দলের বিভিন্ন পদে সততার সহিত দায়িত্ব পালন করেছেন,এবং পালন করে যাচ্ছেন।
১০) মামলা হামলার ভয়কে জয় করে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে সর্বদা ঝাপিয়ে পড়েছেন।
১১) আশিক চৌধুরী ব্যবসায়ীও নয়, চাকুরীজীবিও নয়, উনি রাজনীতিকে এতো ভালবাসেন নিজের সবটুকু উজাড় করে পেশা ও নেশা হিসাবে দেশ ও দশের স্বার্থে কাজ করে যাচ্ছেন।
বিঃদ্রঃ শ্রদ্ধেয় আশিক উদ্দিন চৌধুরী আমার দেখা বহুগুণে গুণান্বিত একজন উদার মনের মানুষ হিসেবে সকলের প্রিয় কেউ হতে পারে না। তবে সমাজের বেশিরভাগ মানুষ যাকে ভালো বলে সেই ভালো মানুষ।আশিক চৌধুরী ঠিক তেমনই একজন। মত পথ থাকতে পারে, কিন্তু গুণিজনকে সম্মান জানাতে হয়।
Leave a Reply