অনলাইন ডেস্ক :: ১৩ তারিখ সমাবেশ সফল করার লক্ষে জৈন্তাপুরে বিভিন্ন পেশার ব্যবসায়ী ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখা আয়োজিত উপজেলার ব্যবসায়ী ও নাগরিক সমাজের গন্যমান্য ব্যক্তিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারী ও আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখা আমীর মাওলানা গোলাম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, একটি আলোকিত ও সমৃদ্ধশালী জৈন্তাপুর বিনির্মানে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছে।
সীমান্ত জনপদ সিলেট-৪ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে আমাদের সবাই-কে এক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। ১৩ ডিসেম্বর সিলেট শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জৈন্তাপুর ইউনিয়নের শাখার আমীর নূরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার শাখার সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখা
সেক্রেটারী রফিক আহমদ, নিজপাট ইউনিয়নের আমীর নাজিম উদ্দিন, দরবস্ত ইউনিয়নের আমীর রিয়াজুল ইসলাম, সমাজসেবী শফিকুর রহমান, আলতাফ হোসেন, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মাওলানা কামাল উদ্দিন, শিক্ষক রহমত আলী, টমটম চালক সমিতির সভাপতি নূরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জসিম উদ্দিন, মাওলানা আনোয়ারুল আম্বিয়া,শিক্ষক ফয়েজ আহমদ ও ব্যবসায়ী মাসক আহমদ। মতবিনিময় সভায় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সামছুজ্জামান।
Leave a Reply