যখন কল্পনারা উঁকি দেয় আমার ঘুমের রাজ্যতে, কেন জানিনা বেরিয়ে পড়ি আমি তোমায় খুঁজিতে।
যখন কল্পনারা উঁকি দেয়
আমার ঘুমের রাজ্যতে,
কেন জানিনা বেরিয়ে পড়ি
আমি তোমায় খুঁজিতে।
ভোরের শিশির যেমন করে
মুক্তো ছড়ায় শীতে,
তেমনি করে চাই তোমার প্রেম-সাগরে
আমি নিমজ্জিত হতে।
বৃষ্টি ভেজা এই দিবসের
বৃষ্টি কণায় মেতে,
আপন সত্তাকে সঁপে দিতে
আমি চাই শুধু তোমাতে।
মনে পড়ে তোমায় সেই স্নিগ্ধময়ী
লালচে গোধূলীতে,
হৃদয়ের কোমলতা দিয়ে সবকিছু ভুলে
চাই শুধু গল্পে আবদ্ধ হতে।
মনের মাধুরি মিশিয়ে আমি
এঁকেছি তোমায় কল্পনাতে,
বারে বারে তোমার গন্ধ পাই
আর মুগ্ধ হই তোমাতে।
পরিপূর্ণ চাঁদ আলোকিত করে শহর
সেই পূর্ণিমা রাতে,
প্রার্থনারা তৃষ্ণার্থ মনে চাই
শুধু তোমাকেই পেতে।
শীতকে দমিয়ে বসন্ত আসে
ফুলের সুবাশ ছড়াতে,
চাই আমাদের দুরত্বের সেই
প্রাচীরঘেরা দেয়াল ভাঙিতে।
আবেগগুলো কি মিশে যায়
ঐ কল্পনার ইতিতে?
না..! তা ভেসে বেড়ায়
রিমঝিম বৃষ্টির প্রতিটি কণাতে।
লেখকঃ সাব্বির আহমেদ শিশির, বাঘা- রাজশাহী।
Leave a Reply