কানাইঘাট প্রতিনিধি :: আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার এম্বুলেন্সে করে দেহাবশেষ সিলেটে নেয়া হবে। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা ও দোয়া মাহফিলের জন্য এম্বুলেন্সটি অবস্থান করবে।
এরপর এম্বুলেন্সটি দেহাবশেষ নিয়ে কানাইঘাটের সড়কের বাজার এলাকায় যাবে। সেখানে আসরের নামাজের পর জানাযার নামাজ শেষে ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর জানাযা ও দাফনে অংশ নিতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন হারিছ চৌধুরীর আপন চাচাতো ভাই গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী।
আবুল মনসুর সাজু চৌধুরী বলেন, অনেক ইচ্ছে ছিলো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবো, কিন্তু লন্ডনে থাকায় সঠিক সময়ে বিমানের টিকিট মেলানো সম্ভব হয়নি। আমার ভাই হারিছ চৌধুরী সবসময় মানুষের জন্যে রাজনীতি করে গেছেন। নীরবে সিলেটের উন্নয়ন করে গেছেন। কানাইঘাটের মানুষকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
Leave a Reply