বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের যৌথ উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অদ্য ০৫ ডিসেম্বর স্থানীয় শহর উল্লাহ বাজারে রাবেয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন এর আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখা’র সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক আহমদ আদিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা শরিফ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার আন্তর্জাতিক সমন্বয় বিষয় সম্পাদক, কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা বিলাল উদ্দিন, উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাস্টার সামসুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি, ৪নং সাতবাঁক ইউনিয়ন এর চেয়ারম্যান আবু ত্যায়িব শামিম, উপজেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, উপজেলা কোষাধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরী জামিল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন সভাপতি যোবের আহমদ, আবুল কালাম চৌধুরী প্রমুখ। সম্মেলনে যোবের আহমদকে সভাপতি ও আহমদ আদিলকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।সিহাব উদ্দিনকে সভাপতি ও ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
Leave a Reply