অনলাইন ডেস্ক :: কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর উপর থেকে বিধি নিষেধ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাটের লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কানাইঘাট উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আখতার হোসেইনের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সদস্য হাফিজ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা: ফয়াজ উদ্দিন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল আহমদ, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি জামায়াতের আমীর মাহবুবুর রহমান, লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার, সদস্য হাবীব আহমদ, ইফতেখার চৌধুরী ও হাফিজ শাহিদ আহমদ প্রমুখ।
মানববন্ধন শেষে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বরাবরে পাথর কোয়ারী খুলে দেয়ার দাবীতে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply