অনলাইন ডেস্ক :: সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৬ জানুয়ারী রোববার সকালে সিলেটের স্থানীয় একটি হোটেল’র কনফারেন্স রুমে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস।
সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিনারেট সিলেটের কমিশনার মো: তাসনিমুর রহমান। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার রিজভী আহমদ।
অনুষ্ঠানে সিলেটের চেম্বার অব কমার্স, তামাবিল শুল্কস্থলবন্দর, সুতারকান্দি ও ভোলাগঞ্জ শুল্ক স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply