অনলাইন ডেস্ক :: জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ
৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং, মঙ্গলবার ভোর ৪টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় পুলিশের একটি টিম ৬নং সুলতান পুর ইউনিয়ন এর সুলতানপুর গ্রামের সুলেমান আহমদ এর ছেলে সুজন আহমদকে গ্রেফতার করে। আটক সুজন আহমদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গ্রেফতার এরপর থাকে আদালতে সোপর্দ করা হয় সুজনকে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জকিগঞ্জ থানার পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জকিগঞ্জ পুলিশ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
Leave a Reply