অনলাইন ডেস্ক :: কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট ‘কার্ড’ এর চেয়ারপার্সন বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের পশ্চিম জুলাই (পিরনগর) গ্রামের কৃতি সন্তান অধ্যাপক জাকি মোস্তফা টুটুল (পি.এইচ.ডি) এর উদ্যোগে এবং শাহজালাল আই কেয়ার এর সহযোগিতায় বিনামূল্যে ৩ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও ৬২ জনের ছানি অপারেশন করা হয়েছে।
গতকাল ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের পশ্চিম জুলাই (পিরনগর) শাহ আতাউল্লাহ (রঃ) মুশাহিদিয়া মাদ্রাসায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান মোঃ শাহেদুর রহমান এর সভাপতিত্বে ও কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড সিলেট এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর মেডিকেল ডিরেক্টর ডাঃ সুবির ভট্রাচার্য, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, শাহজালাল আই কেয়ার এর মেডিকেল অফিসার ডাঃ লব রায়, অপটম শাহ শরিফা আক্তার, রিফ্রাকশনিষ্ট সীমা রানী নাথ, সাপোর্ট স্টাফ আনছার মিয়া, মৌলানা শাব্বির আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন, মৌলানা ইফজালুর রহমান, মৌলানা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বী আলা উদ্দিন প্রমুখ।
Leave a Reply