অনলাইন ডেস্ক :: কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী থেকে নিলাম হওয়া প্রায় ৪৪ লক্ষ ২১ হাজার ফুট পাথর নিতে পারবে পিয়াস এন্টারপ্রাইজ। এতে তাদের প্রাথমিক মেয়াদ থাকবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
জানা যায়, পিয়াস এন্টারপ্রাইজ পাথর পরিবহনের অনুমতি পেয়েছে, তাদের এ অনুমতি বলবৎ থাকবে ৫ জুলাই সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের ভেতরে সরকার কর্তৃক নিলাম হওয়া পাথর গুলো সরাতে হবে জব্দের স্থান থেকে।
জানা গেছে, গতকাল সোমবার কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীর নিলামকৃত পাথরগুলো পিয়াস এন্টারপ্রাইজকে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সরোয়ার হোসেন।
Leave a Reply