আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে পারেন বিএনপির প্রার্থী। তবে কে পাবেন ধানের শিষের মনোনয়ন, তা এখনো ঘোষনা হয়নি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী। এদের মধ্যে অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল সহ সবাই পেশাগত জীবনে স্ব স্ব অবস্থানে থেকে রাজনৈতিক কর্মকান্ডে তৎপর এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত। তাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন লাভে সক্ষম হবেন, তিনিই হয়তো আগামী সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় দেশে-বিদেশে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-
১, আশিক উদ্দিন চৌধুরী- উপদেষ্টা সিলেট জেলা বিএনপি।
২, মামুনুর রশীদ মামুন [ চাকসু ] সহ সভাপতি- সিলেট জেলা বিএনপি।
৩, সিদ্দিকুর রহমান পাপলু- যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি।
৪, ড. অধ্যাপক জাকি মোস্তফা টুটুল- উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি।
৫, ইকবাল আহমদ তাপাদার- সাবেক উপজেলা চেয়ারম্যান জকিগঞ্জ।
৬, মাহবুবুল হক চৌধুরী- যুগ্ম-সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি।
৭, শরিফ লস্কর- বিএনপি নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী।
৮, ব্যারিষ্টার সামিরা চৌধুরী- মরহুম আবুল হারিছ চৌধুরীর মেয়ে।
৯, অধ্যাপক ফরিদ উদ্দিন- সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি।
১০, প্রফেসর নুরুজ্জামান জামান- সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্যে প্রবাসী।
এছাড়া প্রবাসী আরো দু’তিন ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষানোরাগীর নাম শোনা যাচ্ছে। তারাও ধানের শীষের প্রতীক পেলে দেশে এসে নির্বাচন করতে পারেন।
Leave a Reply