বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম।
লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান (বিএনসিসি) কিশোরগঞ্জ জেলা পর্যায়ে ৬ষ্ঠ বারের মতো এবারোও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন।
মো. অহিদুর রহমান ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২০০৩, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২২ সনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply