1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

মাত্র এক বছরে দৈনিক কালবেলা সংবাদ জগতে শক্ত অবস্থানে দাঁড়িয়েছেঃ এমপি লিপি

  • প্রকাশের সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, দৈনিক কালবেলা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এবং এই এক বছরের মধ্যে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। তার পেছনে যার শক্ত অবস্থান তিনি বাংলাদেশের সাংবাদিকতার একজন উজ্জ্বল নক্ষত্র বীরমুক্তিযোদ্ধা আবেদ খান।

তিনি বলেন, আবেদ খানের নেতৃত্বে দৈনিক কালবেলা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা করি এই পত্রিকাটি সবসময় সত্য ও স্বাধীনতার পক্ষে কথা বলবে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, যারা বলেন এই দেশে বাক স্বাধীনতা নেই, পত্রিকার স্বাধীনতা নেই, লেখনীর স্বাধীনতা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী দেশের বাহিরে যতগুলো সফর করেছেন সেখান থেকে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর যে একটা জবাবদিহিতা আছে তিনি এই বিষয়টি বারবার প্রমাণ করেছেন।

দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. শরফ উদ্দিন জীবনের সঞ্চালনায় স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, জেলা সমবায়ের সাবেক কর্মকর্তা ও কবি আবুল এহসান অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আহমেদ আমিন, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়ার রিপন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ প্রমূখ।

এছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে হোসেনপুরের উজ্জল কুমার সরকার, অষ্টগ্রামের তোফায়েল আহমেদ তুষার, কটিয়াদীর বদরুল আলম নাঈম, নিকলীর আব্দুর রহমান রিপন। আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST