বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জেলা গোয়েন্দা শাখা ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৮০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
গ্রেফতার হওয়া মাদক কারবারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌরসভার পঞ্চবটি মহল্লার জালাল মিয়ার ছেলে সুমন (২৩) ও গোলাপ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) বিকালে জেলা পুলিশ মিডিয়া সেল সুত্র জানায়, সোমবার সকালে ভৈরবপুর ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিনে পার্শ্বে বিপ্লব সুপার মার্কেটের সামনে একটি নোহা মাইক্রোবাসে (রেজি: নং ঢাকা মেট্রো -চ-১১-৬৯৮০) অভিযান চালিয়ে মাদক কারবারি সুমন ও সাদ্দামকে গ্রেফতার করেন।
এসময় তাদের নিকট হতে ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে, ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply