বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলামিন (৩২) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর প্রায় ১২টার দিকে মিছিল করার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলামিন করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি (বেপারী পাড়া) গ্রামের শামছুদ্দিনের পুত্র। পেশায় তিনি করিমগঞ্জ বাজারের একটি প্লাস্টিক দোকানের কর্মচারী ছিলেন।
জানা গেছে, ফিলিস্তিনি জনগনের প্রতি সমর্থন জানাতে এবং দখলদার ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে করিমগঞ্জে বুধবার সকালে আলেম উলামাদের পূর্বনির্ধারিত জনসভা এবং মিছিল ছিলো। নিহত আলামিনও এ প্রতিবাদ সভায় ও মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শুরু হওয়ার একপর্যায়ে সে অসুস্থ বোধ করলে করিমগঞ্জ বাজারে একটি দোকানে বিশ্রাম নেন তারপর স্থানীয়রা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান এ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, স্বাভাবিক ভাবে তিনি মৃত্যুবরণ করায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।
Leave a Reply