1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামবাসীর উদ্দেশ্যে বিদায়ী ইউএনওর আবেগ আপ্লুত বক্তব্য

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯১ বার পড়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামবাসীর উদ্দেশ্যে বিদায়ী ইউএনওর আবেগ আপ্লুত বক্তব্য

প্রিয় অষ্টগ্রামবাসী,
আমি মোঃ হারুন-অর-রশিদ আজ থেকে ১ বছর ৭ মাস আগে সুদূর বাহরাইন থেকে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকের চাকুরি থেকে স্বেচ্ছায় ভাটির রাণী অষ্টগ্রামে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলাম। যোগদানের পর থেকেই অনগ্রসর অষ্টগ্রাম উপজেলা কে পরিবর্তন করার জন্য আমি বিরামহীন ভাবে কাজ করেছিলাম। হয়ত সময় কম পাওয়ার কারণে বিদায় বেলা অনেক কাজ অসমাপ্ত করে রেখে যাচ্ছি যা পরবর্তী ইউএনও বাস্তবায়ন করবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ, অবৈধ ড্রেজার বন্ধ, বাল্য বিবাহ বন্ধ, মাদক নির্মূল, প্রকাশ্যে ধূমপান বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সড়কে শৃংখলা ফিরিয়ে আনা, সামাজিক দ্বন্দ্ব নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ রিংজাল ও কারেন্টজাল বন্ধে অভিযান, স্পীডবোট ও নৌকার ভাড়া নির্ধারণ, স্পীডবোটে লাইফ জ্যাকেটের প্রচলন, ছোটখাট ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা সমাধান, ভিআইপি প্রটোকল, সাবেক রাষ্ট্রপতির প্রটোকল ও কর্মসূচী আয়োজন, অফিসে সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টা, বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন ও বাস্তবায়ন, পর্যটনে অষ্টগ্রাম কার্যক্রম গ্রহণ, এসিল্যান্ড হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন, জিরো পয়েন্টে ‘আই লাভ অষ্টগ্রাম’ শীর্ষক এলইডি সাইন স্থাপন, অষ্টগ্রামের সকল প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ, অষ্টগ্রাম উপজেলার প্রায় সকল গ্রাম দর্শন, ড্রোনের মাধ্যমে অষ্টগ্রামের অদেখা সৌন্দর্য তুলে ধরা, কুতুব মসজিদসহ ৩টি মসজিদের সভাপতি হিসাবে মসজিদের উন্নয়ন ও ইমাম-মুয়াজ্জিনগণের বেতন বৃদ্ধি, অফিসার্স ক্লাব অষ্টগ্রামকে উজ্জীবিত করাসহ নতুন সদস্য বরণ ও বিদায় বরণ প্রোগ্রাম চালু করা, তরুণদের জন্য ক্যারিয়ার প্ল্যানিং কর্মশালা বাস্তবায়ন, কাকুরিয়া জলারবনকে পর্যটন স্পট হিসেবে পরিচিত করা, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ, পূর্ব অষ্টগ্রাম ঈদগাহের উন্নয়নের প্রচেষ্টা, ইউএনওর নতুন বাসভবন নির্মাণের অনুমোদন, ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের অফিস নতুন সাজে সজ্জিতকরণ, মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার আয়োজন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা দ্রুততার সাথে প্রদান, গ্রাম পুলিশ নিয়োগ, দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, ব্যারিস্টার সুমনের সাথে ফুটবল খেলার আয়োজন, অষ্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মত বইমেলার আয়োজন, ‘হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা’ শীর্ষক বই প্রকাশ, জমকালো কাব ক্যাম্পুরীর আয়োজন, স্কাউটিংয়ে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি, জেলার প্রথম উপজেলা হিসাবে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা, আন্তর্জাতিক স্কাউট ফটো কনটেস্টে সিলভার পদক অর্জন, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মানসম্মত পুরস্কার প্রদানের ব্যবস্থা, সরেজমিনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, সরকারি স্বার্থ সংরক্ষণে জিরো টলারেন্স, উপজেলা পরিষদ চত্ত্বরের সৌন্দর্য বর্ধন ইত্যাদি কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। যার স্বীকৃতিস্বরূপ আমি এই অল্প সময়ে জেলায় তিন তিনবার শ্রেষ্ঠ ইউএনও হওয়ার গৌরব অর্জন করেছি।

বিদায়বেলা অষ্টগ্রাম উপজেলার যাদের কথা ভুলার নয়, শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাদের নাম। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু সাহেব, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোজতাবা আরিফ খান, শিল্পপতি মাসুক নাজিম, বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব, সায়েদুর রহমান, ডা. ঝুটন বণিক, বীর ওয়াহেদ, এডভোকেট বিপ্লব হায়দারী, স্কাউটার সাইফুদ্দিন লিচু, প্রভাষক হুমায়ন কবির, সিআইপি নুরুল, সাংবাদিক মন্তোষ চক্রবর্তী, অজিত দত্ত, নজরুল সাগর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, লতিফা হক রত্না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাছেদ মিয়া, সাইফুল হক রন্টি, আক্তার হোসেন, মনিরুজ্জামান রুস্তম, সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু, আনোয়ার হোসেন খান, আক্তার হোসেন, আব্দুল মন্নাফ, ঠিকাদার জজ সাহেব, বিশ্বম্ভর বাবু, স্কাউটার জীবন বাবু, রফিকুল ইসলাম ফারুক, লিটন দাস, রোভার ফাইজুল, সৌরভ, কাস্তুলের আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান সাজন ভূঁইয়া, বাহাদুরপুরের পুটন, পাওনের খোকন, খোকন মেম্বার ছাত্রলীগের তারিফ, শামীম, শুভ, স্কাউটার আলেয়া খাতুন, হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী বিশেষ করে মাজহার সাহেব যার সততা ও নিষ্ঠা এই যুগে বিরল, কলমার রামচরণ বাবু, অষ্টগ্রাম বাজারের সভাপতি হেলু, ব্যবসায়ী তপু, অতুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলক, আতিক, খাদিজা, দোলন রাণী, পনির ব্যবসায়ী নিশান, বাবুর্চি মিনহাজ, কেয়ারটেকার আইনউদ্দিন, ডেকোরেটার ব্যবসায়ী এতন, কুতুব মসজিদ ও উপজেলা মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, স্পীডবোট ম্যানেজার রুবেল, গাড়ীচালক ইভান, শোভন, মাসুদ প্রমুখ।

সারাজীবন মনে থাকবে অষ্টগ্রামের আলো, বাতাস, মাটি ও মানুষের কথা। অষ্টগ্রামের পনির, ইকুরদিয়ার মোড়ালি, কাস্তুলের রসমলাই, দেশি হাঁস ও মুরগী, হাওরের মাছের স্বাদ সারাজীবন মুখে লেগে থাকবে। হাওর উপজেলা অষ্টগ্রামের মানুষের ভালবাসা কখনও ভুলার নয়। জিরো পয়েন্ট, ডাকবাংলো, উপজেলার ওয়াকওয়ে, সাইক্লিং, সুইমিং, অল ওয়েদার রোডে ঘুরে বেড়ানো, প্রেসিডেন্ট রিসোর্ট, ঐতিহাসিক কুতুব মসজিদে জুমআর নামাজ আদায়, সাবেক রাষ্ট্রপতির সাথে কাটানো সময়, অফিসার্স ক্লাবের বিভিন্ন জমকালো প্রোগ্রাম এগুলো খুব মিস করব। আমার বিদায় বেলায় যারা এসেছিলেন তাদের সকলের জন্য শুভ কামনা, যারা আসেননি তাদের জন্যও শুভকামনা। ভাল থাকুক প্রিয় অষ্টগ্রাম, ভাল থাকুক প্রিয় অষ্টগ্রামবাসী। বিদায়বেলা কবি জীবনানন্দের সাথে সুর মিলিয়ে বলতে চাই-

“আবার আসিব ফিরে আমি এই অষ্টগ্রামে
হয়তোবা ইউএনও নয়, হয়তো অন্য কোন বেশে।”

——————-
মোঃ হারুন-অর-রশিদ
সাবেক উপজেলা নির্বাহী অফিসার
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST