নিজস্ব প্রতিনিধিঃ
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে করিমগঞ্জের দেহুন্দাতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিয়েছেন রোগীরা।
শনিবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ মাঠে এ ক্যাম্পাসের আয়োজন করা হয়।
এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণের কাছে মোট ছয় শতাধিক রোগী বিভিন্ন রোগের সুচিকিৎসা সেবা নিয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, মেডিসিন, চক্ষু ও দন্ত রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন।
ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী দেখা হয় এর মধ্য থেকে হত দরিদ্র ও ভূমিহীন ৩০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের করা হয়।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডাঃ আ ন ম নৌশাদ খানের সার্বিক তত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
Leave a Reply