1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

ভৈরব বাজারের প্রবেশ মুখে রাস্তা দখল করা কাঁচাবাজার উচ্ছেদ করলো প্রশাসন

  • প্রকাশের সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :

বন্দর নগরী ভৈরব বাজারে সাপ্তাহিক হাটের দিন বুধবার। দীর্ঘদিনের এই হাট বুধবারের বাজার নামে পরিচিত। ভৈরব বাজারে পৌর নিউ মার্কেট, ছবিঘর শপিংমল, জাহানারা শপিংমল ছাড়াও বিভিন্ন কাপড়ের দোকান, টিন বাজার, কাঠ বাজার, ধান- চাল, পেঁয়াজ রশুনের আড়ৎ, শুকনো মরিচ, হলুদ ধনিয়া, পাইকারী ঔষধের ব্যবসা, হার্ডওয়্যার ব্যবসা, রানী বাজারে পৌর কাঁচা বাজার সহ লঞ্চ টার্মিনাল, স্পীড বোড ঘাট, নৌকাঘাট সহ বিভিন্ন ব্যাংক ও বীমা অফিস, খাদ্য গুদাম, ফায়ার স্টেশন, উপজেলা ভূমি অফিস, পৌর সভা কার্যালয়, সরকারি কলেজ, হাইস্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল ও শতশত বাসা বাড়ি রয়েছে।

ভৈরব বাজার কেন্দ্রীক স্থায়ী ব্যবসার পাশাপাশি প্রতি বুধবার বিভিন্ন অলিগলিতে বসে সাপ্তাহিক হাট বাজার। এই হাটে পাইকারি ও খুচরা কাপড়ের দোকান, কাঁচা বাজার, নারিকেল, বাঁশবেতের জিনিসপত্র সহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ভৈরব উপজেলাসহ পাশ্ববর্তী বেলাবো, রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বুধবার হাটে আসে তাদের চাহিদামত কেনাকাটার জন্য। এই হাট বসায় প্রতি বুধবার সাধারণ মানুষ, রোগী, লঞ্চ, স্পীড বোড, নৌকার যাত্রী সহ ব্যাংক, বীমা ভূমি অফিস ও পৌরসভায় আসা মানুষজনের স্বাভাবিক চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া ভৈরব বাজারে প্রবেশমুখ আনোয়ারা হাসপাতাল থেকে পৌরসভা মোড় পযর্ন্ত রাস্তার দুই পাশ ব্লক করে ফুটপাতে হকার ও কাঁচাবাজার বসায় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি ও অসুস্থ মানুষজন বাজারে প্রবেশ ও বের হতে সমস্যা হয়।

দীর্ঘদিনের এসমস্যা দূর করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে আনোয়ারা হাসপাতাল থেকে ফায়ার সার্ভিস মোড় ও পৌরসভা মোড় পযর্ন্ত রাস্তা দখল করা কাঁচাবাজার উচ্ছেদ করে অন্যত্র স্থানান্তরিত করে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কাঁচাবাজার উচ্ছেদ করে পাশের সড়কে স্থানান্তর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বিজিবি, ভৈরব থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগমসহ পৌর কর্মচারী ও ভুমি অফিসের কর্মচারীবৃন্দ। ভৈরব বাজারের প্রবেশ মুখের কাঁচাবাজার উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দীর্ঘ ৫০ বছরের পুরনো ভৈরব বাজারে বুধবারের সাপ্তাহিক হাট। ভৈরব বাজারে রয়েছে পৌরসভা, উপজেলা ফায়ার স্টেশন, উপজেলা ভূমি অফিস, ব্যাংক বীমাসহ নানান গুরুত্বপূর্ণ অফিস। বুধবারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় ভৈরব বাজারের প্রবেশ মুখের দুই পাশের রাস্তা দখল করে ফুটপাতে হকার ও অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে ব্যবসা করায় ফায়ার সার্ভিস, অসুস্থ মানুষ, ব্যাংক, বীমা, পৌরসভা ও ভূমি অফিসসহ নানান কাজে আসা মানুষজন স্বাভাবিক চলাচলে ভোগান্তিতে পড়তো।

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের দাবির পরিপেক্ষিতে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (স্যার)’র পরামর্শে কাঁচা বাজার সরিয়ে সাধারণ মানুষের চলাচল উন্মুক্ত করার জন্য উদ্যোগ নেয়। তাই আজ বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। গরীব মানুষজন ব্যবসা করায় তাদের যেন কোনো ক্ষতি না হয় তাদের প্রবেশ মুখ থেকে সরিয়ে অন্যত্র ব্যবস্থা করি। এঅভিযান অব্যহত থাকবে। জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা বৈধ নয়। কেউ যদি আগামী হাটে প্রবেশ মুখবন্ধ করে রাস্তায় মালামাল নিয়ে বসে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST