নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাশকতা প্রতিরোধে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্সদের দিকনির্দেশনামূলক ব্রিফিং করছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিতে নির্দেশনা দিয়েছেন।
জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যরা মঙ্গলবার সকাল কিশোরগঞ্জসহ জেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
দেশব্যাপী রাজপথ,রেলপথ ও নৌ-পথে অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি -জামায়াত। ফলে জেলা শহরের মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। চেকপোস্ট বসিয়ে কাজ করতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের। নাশকতা ঠেকাতে র্যাব, পুলিশ,আনসার গোয়েন্দাদের পাশাপাশি রাত থেকেই সারা দেশে টহল দিচ্ছে বিজিবি। সকালেও বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে।
উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, হামলা, নেতাকর্মীদের গ্রেফতার,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি,হয়রানির প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়ে চলেছে বিএনপি- জামায়াত।
Leave a Reply