1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেককাটা, আলোচনা, দোয়া ও অভিভাবক সমাবেশের মাধ্যমে পালিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) স্কুল সংলগ্ন মাঠে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতন ও ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা, দোয়া ও অভিভাবক সমাবেশে গচিহাটা বিদ্যানিকেতনের সভাপতি ও বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এম হাসানের সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ শার্মিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম আকন্দ।

স্বাগতিক বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতন ও ইংলিশ ভার্সন স্কুলের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন খোকন, গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী, সহকারী পরিচালক জিল্লুর রহমান মানিক, প্রশাসনিক কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, গচিহাটা পুুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুর রাজ্জাক ও স্যানটারী ইন্সপ্টের মো. দিদারুল আলম রাসেলসহ অভিভাবক প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের পূর্বে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণের উপস্থিতিতে বিশাল আকৃতির কেক কাটেন প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী।

প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী বলেন, গচিহাটা বিদ্যানিকেতন ও ইংলিশ ভার্সন স্কুলটি ২০১৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্টিত হয়েছে। এ বিদ্যালয় বাংলা ও ইংরজী ভার্সনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ছাত্র/ছাত্রীদের প্রয়োজন ও চাহিদাকে মাথায় রেখে এবং শিক্ষা ও বিনোদন গচিহাটা বিদ্যানিকেতন যাতে কিশারগঞ্জ জেলা তথা সারাদেশে একটি রুল মডেল হয়ে থাকে, সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাছি আমরা। আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যাদের মাতৃ স্নেহে ছাত্র/ছাত্রীরা টেকসই ও সার্বজনীন শিক্ষায় পারস্পরিক উৎসাহ- উদ্দীপনা ও নিরাপত্তাসহ মানসম্মত একটি শিখন পরিবেশ বজায় থাকবে। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।

অভিভাবকগণ মানসম্মত পাঠদানের লক্ষ্যেই গচিহাটা বিদ্যানিকেতনের যাত্রা। যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর নজর কড়েছে। এলাকার শিক্ষা উন্নয়ন এই প্রতিষ্ঠানটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশা করেন।
আলোচনা শেষে স্কুলের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST