কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেলেন জেলার একমাত্র দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বর্তমান সাংসদ বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে কিশোরগঞ্জ ৫ এ পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় সাবেক ১৯ তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সুযোগ্য সন্তান সাংসদ নাজমুল হাসান পাপনের এর হাতে।
তার নির্বাচনী সংসদীয় আসনে আওয়ামী লীগের আর কোন প্রার্থী না থাকায় আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়েই বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন।
কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর এই দুই উপজেলার প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য হবে।
ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে। এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করেছে দুই উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ।
Leave a Reply