বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ।
শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আপিল আবেদন করেন।
নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ তার অভিযোগপত্রে বলেন, ‘রুপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক চুন্নু দীর্ঘদিন ঋণ খেলাপী হিসাবে আছেন।
অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন। তার মনোয়ন আইন মোতাবেক বাতিল যোগ্য। তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছে। জরুরি ভিত্তিতে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়ে আওলাদ তার অভিযোগপত্রে উল্লেখ করেন।
অবশ্য একটি সুত্র দাবি করেন জাপা মহাসচিবকে চাপে রাখতে সরকার অতি স্মার্টলি মুজিবুল হক চুন্নুকে সোজা রাস্তায় আনতে কৌশল অবলম্বন করছে । যা জাপাকে তার অতিরিক্ত দাবীর কারণে সেই কৌশল প্রয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কেউই বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি।
Leave a Reply