কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জস্থ শোলাকিয়া বিএমইউজে’র অস্থায়ী কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃখায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা শাখার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এফ এম আব্বাস উদ্দীন, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিপন, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক জিকু, সদস্য রফিকুল ইসলাম, আজিজুর রহমান ফাহিম, এস এ শাহীন নবাব প্রমূখ।
সভায় আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply