নিজস্ব প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে বন্দর নগরী ভৈরবে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয় মোড়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয় মোড়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান বিএমইউজের ভৈরব উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকসহ সদস্যরা।
এসময় বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি আমরা শ্রদ্ধাজ্ঞাপন করি । আমরা চাই নির্দিষ্ট কোনো দিনে বা ক্ষণে সীমাবদ্ধ না থেকে এ দিবসের যে তাৎপর্য আছে, সেটি ছড়িয়ে পড়ুক। একই সাথে আমরা চাই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকুক।
তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের ৫৩ বছরেও আমরা স্বাধীনতার ভাবাদর্শ বাস্তবায়ন করতে পারিনি। বিজয়ের এই শুভলগ্নে প্রত্যাশিত স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তবেই আমাদের আকাঙ্ক্ষিত মুক্তচিন্তার স্বাধীন দেশের স্বপ্ন সত্যি হবে।
Leave a Reply