মোঃ সুমন মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের অর্থায়নে দীন আই হসপিটাল গাইটাল,কিশোরগঞ্জের উদ্যোগে বিনামূল্যে ছানি রোগী বাছাই ও অপারেশন ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সারাদিন ব্যাপী এ কার্যক্রম চন্ডিপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীন আই হসপিটালের পরিচালক মোঃ রফিকুল হক টিটু। বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক বোরহান আহমেদ আপন,চন্ডিপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ মালেক, নসাধারন সম্পাদক হাবিবুর রহমান, চন্ডিপাশা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পুলেরঘাট দীন আই ভিশনের ইনচার্জ মোঃ সুমন মিয়া। দিনব্যাপী এ কার্যক্রমে পুরুষ ও মহিলা মোট ১৯শত রোগী বিনামূল্যে চশমা ও ওষুধপত্র সহ চিকিৎসা সেবা পায়।পুরুষ রোগী সংখ্যা ৮শত জন এবং মহিলা রোগীর সংখ্যা ১১শত জন।
Leave a Reply