1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

নরসিংদীর মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত-১,আহত-৩

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়েছে

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদী রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় সবুজ মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে ।
নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশা- মাখা ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চালবুঝাই ট্রাক এবং বিপরীত দিখ থেকে আসা ঢাকাগামী ডেনিশ কোম্পানির মিনি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে মাহমুদাবাদ এলাকায় আসা মাত্রই উভয় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালবুঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকে। একই সাথে মিনি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চালক নিহত ৩ যাত্রী আহত হন।

এ ঘটনার পর পর উভয় গাড়ির চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সকালে উভয় গাড়ির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চাল বুঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক হতভম্ব হয়ে নিয়ন্ত্রণ হারায়।

কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত তিন যাত্রী আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব থেকে বারৈচা মরজাল এলাকা জোরে সিএনজির মত বিভিন্ন নিষিদ্ধ যানবাহন পুলিশকে মেনেজ করে নিষিদ্ধ সময় চলাচল করে। ফলে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা গুলো ঘটছে। কিছুদিন পর পর দূর্ঘটনায় মানুষ মারা যায়। গত কয়েক মাসে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ চলে গেছে। স্থানীয়রা নিচক এমন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে মুক্তি চায়।

মুছাপুর ইউপি সদস্য লিয়াকত আলী বলেন,দূর্ঘটনার পর পর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা বিনাময়নাতন্তে লাশ দাফনে থানায় আসছি। আলাপ আলোচনা চলছে পরে কথা বলি।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সফর উদ্দিন ঘটনাস্থলে এ বিষয়ে জানতে চাইলে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করে বলেন, ঘটনাস্থলে আপনি এসেছেন অনুসন্ধান করে কারন বের করেন। বক্তব্য দিবো না, থানায় বসেন।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক ওসি সাজু মিয়া মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST