জৈন্তাপুর প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ সকল অপশক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিবে জৈন্তাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সিলেট ৪ আসনে নৌকার এমপি পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি- নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুরে নির্বাচনী শেষ জনসভা এমন মন্তব্য করেছেন।
গত বুধবার (৩ জানুয়ারি ) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক শেষে বিকেল ৩ টায় উপজেলা সদরে ডাকবাংলো মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায়
তিনি আরও বলেন , শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারী তিনি জনগণ-কে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের মানুষের মৌলিক সকল অধিকার আদায়ের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
তিনি আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য ভোট উৎসবে মহান স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে পুনরায় এমপি নিবার্চিত করতে সিলেট-৪( জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সচেতন নাগরিক সহ সর্বস্থরের জনগণ-কে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারধিকার প্রয়োগের আহবান জানান।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ’র সভাপতিত্বে,ও
প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন (পিপি), সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি মো: গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, কোম্পনীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আফতাব আলী কালা মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, অর্থ সম্পাদক মো: জালাল উদ্দিন,সিলেট জেলা পরিষদ সদস্য মোঃ শাহাজান। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে জৈন্তাপুর উপজেলায় ইমরান আহমদ এমপি’র সমর্থনে ও নৌকা মার্কার শেষ নিবার্চনী জনসভার শুরুতে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের কর্মীগণ সভায় উপস্থিত হন।
Leave a Reply