1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সাদা পোশাকে লঙ্কান দলের নেতৃত্ব সামলাবেন ধনঞ্জয়া

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: রঙিন পোশাকের বিষাদ যখন সঙ্গী, সাদা পোশাকের উচ্ছ্বাসের ছোঁয়াও তখনই পেলেন ধানাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে দলে জায়গা হারানো ক্রিকেটার এখন টেস্ট দলের অধিনায়ক। দিমুথ কারুনারাত্নের জায়গায় শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ধানাঞ্জায়াকে। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা নিশ্চিত করেছেন এই পরিবর্তন। দেশটির ১৮তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন ধানাঞ্জায়া।

শ্রীলঙ্কার হয়ে ৫১ টেস্ট খেলে ১০ সেঞ্চুরিতে ৩ হাজার ৩৫১ রান করেছেন ধানাঞ্জায়া। এছাড়াও ওয়ানডে খেলেছেন তিনি ৯০টি, টি-টোয়েন্টি ৩৯টি। কোনো সংস্করণেই এখনও নেতৃত্বের অভিজ্ঞতা নেই ৩২ বছর বয়সী অলরাউন্ডারের। এই নিয়ে তিন সংস্করণেই শ্রীলঙ্কার নেতৃত্বের পরিবর্তন এলো সাম্প্রতিক সময়ে। কদিন আগেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুসাল মেন্ডিসকে, টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টের পরিবর্তনকেই বলা যায় সবচেয়ে উল্লেখযোগ্য। ২০১৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটের বেশ দুযোর্গপূর্ণ সময়ে দায়িত্ব পান কারুনারাত্নে। তার নেতৃত্বের শুরুটা ছিল স্মরণীয়। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় করে শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র দল হিসেবে সেখানে সিরিজ জয়ের কৃতিত্ব দেখা তারা।

এরপর ভালো-মন্দ মিশিয়ে কেটেছে তার নেতৃত্বের অধ্যায়। সব মিলিয়ে ৩০ টেস্টে অধিনায়কত্ব করে তার জয়-হার সমান ১২টি করে। তবে মাঠের ফলাফল ছাপিয়ে তার নেতৃত্বের প্রভাব ছিল আরও। ড্রেসিং রুমকে ধীরস্থির ও স্থিতিশীল করে তুলেছিলেন তিনি।
নেতৃত্বে তার ব্যাটিং ফর্মও বেশির ভাগ সময় ছিল ভালো। ৩৫ বছর বয়সী ওপেনারের ক্যারিয়ার ব্যাটিং গড় ৪০.৯৩। কিন্তু অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় ৪৯.৮৬। নেতৃত্বের ৩০ টেস্টে তার সেঞ্চুরি ৮টি, বাকি ৫৮ টেস্টে সেঞ্চুরি ৮ট

তার জায়গায় দায়িত্ব পাওয়া ধানাঞ্জায়াও শ্রীলঙ্কার টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ। এই সংস্করণে বেশ ভালো ফর্মেও আছেন তিনি। তার নেতৃত্বের অধ্যায় শুরু হবে আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে। নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যমে বিদায়ী অধিনায়ক কারুনারাত্নে বললেন, উপযুক্ত একজনকই বেছে নেওয়া হয়েছে নেতৃত্বের জন্য।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST