অনলাইন ডেস্ক :: খুবই জনপ্রিয় গাইড ছিলো।আমাদের সময় পপি গাইড। এ গাইড পড়েনি এমন শিক্ষার্থী ছিলো বিরল। ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা ছিলো। দারুণ কার্যকরী ছিলো। সবমিলিয়ে পপি গাইডের অবদান অস্বীকার করা অসম্ভব! পপি গাইডের লেখক ছিলেন অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার। আজ শুনলাম স্যার কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন। নায়ক – নায়িকা – গায়ক – গায়িকা- ভাঁড় -জোকার- স্তুতিকারী প্রার্থীদের মধ্যে আপনাদের মতো কিছু মানুষ সাংসদ নির্বাচিত হয়েছেন- এটি অন্তত: পজিটিভ একটি বিষয়।
অভিনন্দন স্যার। এই পপি ছিলো স্যারের আদরের মেয়ে, মেয়ের নামেই পপি গাইডের নামকরণ। পড়ার প্রায় ত্রিশ বছর পর পপি গাইডের সেই ঐতিহাসিক পপিকে দেখলাম, বাবার সাথে। যাহোক, ধন্যবাদ অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার। আপনার কাছে এই ধন্যবাদ হয়তো পৌঁছাবেনা। তবুও বিলম্বিত ধন্যবাদ। আমাদের জীবন গড়ায় আপনার অবদান ছিলো। একেবারেই কৃতজ্ঞতা প্রকাশ না করার চেয়ে দেরীতে প্রকাশ করা নিশ্চয় উত্তম। বেটার লেইট দ্যান নেভার!
Leave a Reply