1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

ফ্যাটি লিভার কি না বুঝে নিন ৩ লক্ষণেই

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়েছে

শরীরে চর্বি জমছে। আর দ্রুত বেড়ে চলেছে ওজন। আর কিছু বুঝে ওঠার আগেই নানা রোগ বাসা বাঁধছে দেহে, এমনই একটি রোগ হলো ফ্যাটি লিভার। লিভারে খাবার হজম করার জন্য গুরুত্বপূর্ণ উৎসেচক তৈরি হয়। সেই লিভারেই চর্বি জমতে পারে অনিয়মিত জীবনযাপন ও স্থূলতায় ভোগার কারণে।

বর্তমানে চিকিৎসকরা দুরকম ফ্যাটি লিভারের কথা বলেন। এর মধ্যে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অন্যটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। মদ্যপান না করলেও অনেকে ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন। আর সেই সমস্যাকেই বলা হয় ননঅ্যালকোহলিক ফ্যাটি লিভার। এ ধরনের লিভারের সমস্যায় কী কী উপসর্গ দেখা দেয় জেনে নিন-

ক্লান্তি

ঘন ঘন ক্লান্তিভাব আসে। কাজ করতে বসলেও এনার্জি থাকে না। এমনকি কখনো কখনো কাজ করতেও ইচ্ছে করে না। আবার মাঝে মধ্যেই শরীর দুর্বল হয়ে পড়ে। কাজ করতে করতে হাঁফ ধরে যায়। ক্লান্তিভাবের এই উপসর্গগুলো দেখা দেয় ফ্যাটি লিভার হলে।

পেটের ডানদিকে ব্যথা

মাঝে মধ্যেই পেটে হালকা ব্যথা হয়? বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যথাকে অনেকে গ্যাস বা অ্যাসিডিটির ব্যথা বলে মনে করেন। তবে এই ব্যথা লিভারের সমস্যার কারণেও হতে পারে। বিশেষ করে ফ্যাটি লিভার থাকলে এই ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। লিভার বুকের ডানদিকে থাকে। চিকিৎসকের কথায়, পেটের এই অংশেই ব্যথা অনুভূত হতে থাকে। তবে ফ্যাটি লিভার প্রাথমিক স্তরে থাকলে সেই ব্যথা ততটা হয় না।

টান অনুভব করা

ফ্যাটি লিভারে লিভারের আয়তন পাল্টে যেতে থাকে। আকারে বাড়তে থাকে অঙ্গটি। এর ফলে মাঝে মধ্যেই পেটে টান ধরতে পারে। এই টানও ফ্যাটি লিভারের অন্যতম লক্ষণ। অনেকের ক্ষেত্রে ফ্যাটি লিভার উপসর্গহীনও হতে পারে। রোগের প্রাথমিক পর্যায়ে এই উপসর্গগুলো দেখা যায় না। আর এ কারণে রোগটি ধরা পড়ে না। বরং যখন ধরা পড়ে, ততক্ষণে রোগটি অনেকটাই গেড়ে বসে শরীরে।

তাই উপসর্গগুলোর একটিও দেখা গেলে সতর্ক হওয়া উচিত। চিকিৎসকের কথায়, এই রোগ আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে। লিভার ফাংশন টেস্টেও রোগটি ধরা পড়ে। তাতে দেখা যায় উৎসেচকগুলো বেড়ে গিয়েছে। তখনই বোঝা যায় ফ্যাটি লিভার হয়েছে।

সূত্র: এবিপি লাইভ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST