1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব শুধু শিক্ষকের না, আপনারও

  • প্রকাশের সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আধুনিক আর ডিজিটাল যুগের কিছু অতি আধুনিক বাবা-মায়েরা তাদের সন্তানদের দামি স্কুল আর প্রাইভেট টিউটর এর কাছে ভর্তি করিয়েই নিজেদের দায়িত্ব শেষ বলে ভাবেন। বইয়ের মুখস্ত বিদ্যার পাশাপাশি সন্তানদের বাইরের জগৎ সম্পর্কে জানাতে হবে এটা তারা জানে কিন্তু সেই দায়িত্ব শুধু প্রাইভেট টিউটরের। উনাদের না। বাচ্চার লিখা সুন্দর না। লিখা সুন্দর করতে হবে। দায়িত্ব স্কুল আর প্রাইভেট টিউটর এর। উনাদের না!

প্রতিটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান প্রতিটি বাবা-মা। কিন্তু তারা এটা হয়তো একেবারেই ভুলে যান তাদের সন্তান কে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা কোন দামী স্কুল বা অনেক টাকা খরচ করে নিয়োগ করা প্রাইভেট টিউটরের একার দায়িত্বের মধ্যে পরে না।

বাবা-মা হলো একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যেই বাচ্চাটা আপনাকে দেখে হাঁটতে শিখে, আপনি যেমন করে চলেন বলেন তেমন করে চলতে বলতে শিখে, আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে, দিন-রাতের ২৪ ঘন্টার মধ্যে যে আপনার সাথে থাকে ১৭ থেকে ১৮ ঘন্টা সেতো আপনার থেকেই জীবনের আসল শিক্ষাটা পাবে। তা না আপনি আশায় থাকেন এক ঘন্টায় আপনার অনেক টাকায় নিয়োগ করা প্রাইভেট টিউটর আপনার বাচ্চাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে পারবে।

প্রাইভেট টিউটর বা স্কুলে বিনিময়ের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য শিক্ষা কিনে দিতে পারলেও যেই শিক্ষাটা আপনার দেয়ার কথা সেটা আপনাকেই দিতে হবে। সেই শিক্ষা প্রদানের কাজটা, নিজের ভাগের দায়িত্বটুকু অন্যের ভাগে দেয়ার চিন্তা না করে নিজে চেষ্টা করুন। ফলাফল টা ভালোই আসবে।

মনে রাখতে হবে দিনের ২৩ ঘন্টায় এক পড়া শিখে বাকী এক ঘন্টায় অন্য পড়া শিখতে চাইলে সেটা কখনোই সম্ভব হবে না। তাই সন্তান কে জীবনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে স্কুল আর অন্যান্য উপায় এর চেয়েও সবচেয়ে জরুরী হলো বাবা-মা থেকে প্রাপ্ত শিক্ষা। বাবা-মায়ের থেকে প্রাপ্ত শিক্ষা ভালো হলে সন্তান অবশ্যই প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

অনুরোধ এতটুকুই স্কুল আর প্রাইভেট টিউটর এর উপর সম্পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজেরাও সন্তানদের সময় দিন, ভালো -খারাপ টুকু বুঝতে শিখান, বড়দের সম্মান করতে শিখান। দিনশেষে একতাই বল কথাটি মনে রাখুন। সবাই মিলে চেষ্টা করুন। ভালো মানুষ, বিবেকবান মানুষ অবশ্যই গড়ে উঠবে, জাগ্রত হবে মনুষ্যত্ব বোধ ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST