অনলাইন ডেস্ক :: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯) এর আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, সোনারখেওর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশে আসা বিপুল পরিমাণ ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক করা হয়েছে।
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ও ১৭ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ০৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুইদিনে মোট ২২ টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লক্ষ টাকা।
আরো জানা যায়, ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ এবং ১৫০০ কেজি ভারতীয় চিনি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২৪ হাজার ৫শত টাকা।
এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন- সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply