অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি-হরিপুর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাহাড়ি ঢল ও একাধিক বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অবশেষে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু করেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ চাকসু। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে তিনি নিজে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছবাড়ি-হরিপুর সড়ক ছাড়াও গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ পথগুলোর অবস্থা একই রকম। স্থানীয় বাসিন্দারা বহুবার সংশ্লিষ্ট সরকারি বিভাগে আবেদন করলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন।
সংস্কার কাজ শুরুর বিষয়ে মামুনুর রশীদ বলেন, ‘সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে থাকলে মানুষের কষ্ট লাঘব হবে না। মানবিক বিবেচনায় আমি নিজ উদ্যোগে প্রাথমিক সংস্কার শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘গাছবাড়ি-হরিপুর ও গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়ক দ্রুত সরকারিভাবে টেকসই সংস্কার করা দরকার। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি মো:এনামুল হক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ব্যক্তিগত উদ্যোগ স্থানীয় নেতৃত্বের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। সরকারের উচিত দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি তিনি যেন বৃহত্তর গাছবাড়ী অঞ্চলের সামাজিক ও অবকাঠামো উন্নয়নে নিজকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply