1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

বিপাকে ইলিয়াস আলীর পরিবার ব্যাংক হিসাব জব্দ থাকায়।

  • প্রকাশের সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কমএর প্রতিনিধি।

নিখোঁজ হওয়ার পর থেকেই জব্দ হয়ে আছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যাংক হিসাব।পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও হিসাবটি চালু করা সম্ভব হয়নি।পরিবার প্রধানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও তুলতে পারছেন না,খরচও করতে পারছেন না তারা।ফলে দীর্ঘ ১০বছর ধরে বিপাকে রয়েছেন বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের পরিবারের সদস্যরা।রাজধানীর বনানী থেকে ২০১২সালের ১৭এপ্রিল মধ্যরাতে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী।সেই থেকে বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ হয়ে আছে।এ ব্যাপারে আদালতের নির্দেশ প্রয়োজন বলে উল্লেখ করেছে ব্যাংক।তবে পরিবারের আশা,ইলিয়াস আলী ফিরে আসবেন এবং জব্দ হয়ে থাকা ব্যাংক হিসাব তিনি নিজেই চালু করবেন।এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা

দৈনিক তোকদার নিউজকে বলেন,আমার স্বামীর নামে থাকা ব্যাংক হিসাব সেই(২০১২সালের ১৭এপ্রিল)থেকে জব্দ হয়ে আছে।একদিন হয়তো প্রিয় মানুষটি পরিবারের কাছে ফিরে আসবেন।জানা গেছে,গুম ব্যক্তিদের ব্যাংক থেকে টাকা-পয়সা তোলা,স্থাবর-অস্থাবর সম্পত্তির বণ্টনে সমস্যা থাকে।তবে আদালত বিশেষ বিবেচনায় পরিবারগুলোকে জমানো টাকার কিছু অংশ তোলার অনুমতি দিতে পারেন।কিন্তু সমস্যাটা হলো,পরিবারগুলো আশায় থাকে-গুম হওয়া স্বজন ফিরে আসবেন।তাই অনেক সময় আদালতে যায় না তারা। ইলিয়াস পরিবারও সেই আশাতেই আছে।এদিকে নিখোঁজের পর স্বামী ইলিয়াস আলীর সন্ধান পেতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন তাহসিনা রুশদির লুনা।স্বামীর সন্ধানে উচ্চ আদালতেরও দ্বারস্থ হন।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,ব্যাংক হিসাব জব্দ থাকায় বিপাকে ইলিয়াস আলীর পরিবার।

যোগাযোগ অব্যাহত রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরেও।কিন্তু সব জায়গা থেকেই আসে হতাশার খবর। ইলিয়াস আলীকে বহন করা গাড়িটি রাজধানীর মহাখালীতে পাওয়া গেলেও ১০বছরেও ইলিয়াস আলী ও আনসার আলী আর ফিরে আসেননি।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST