বার্তাসম্পাদক:মোঃরফিকুল ইসলাম লাভলু।
রংপুরের কাউনিয়ায় এগারো বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে কাউনিয়া থানায় মামলায় হয়েছে।এ ঘটনায় মো: আফাজ উদ্দিন(৫২)নামে স্থানীয় জামে মসজিদের এক মুয়াজ্জেমকে গ্রেফতার করে রংপুর আদালতের মাধ্যমে কারাগাড়ে পাঠিয়েছে পুলিশ।
মামলা বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক(এসআই)রাসেল পারভেজ জানান,গত রবিবার সাকলে ওই শিশুটি স্থানীয় জামে মসজিদে ইতেকাফে থাকা প্রতিবেশী এক ভাইয়ের সাথে দেখা করতে যায়।এরপর শিশুটি মসজিদের পাশে প্রতিবেশী শিশুদের সাথে খেলাধুলা করছিল।এসময় ওই মসজিদের মুয়াজ্জেম আফাজ উদ্দিন শিশুটিকে ফুসলিয়ে কৌশলে মসজিদের টিউবয়লের রুমে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করেন।মসজিদে ইতেকাফে থাকা মুসুল্লিরা ঘটনা দেখার পর চিৎকার দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মুয়াজ্জেম আফাজ উদ্দিন।
জানতে পেরে শিশুটির মা ঘটনাস্থলে গেলে শিশুটি কাঁদতে কাঁদতে ঘটনার বিবরন জানায়।উপপরিদর্শক(এসআই)রাসেল পারভেজ বলেন,এ ব্যাপারে গত সোমবার শিশুটির মা বাদী হয়ে মুয়াজ্জেম আফাজ উদ্দিনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন।মামলা দায়েরের পর পরই ওসি স্যারের নির্দেশনায় তিনি ও এসআই সাজু মিয়া সহ সঙ্গি ফোর্স রাতেই অভিযান চালিয়ে উপজেলার গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত মুয়াজ্জেম আফাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গত মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগাড়ে পাঠায়।
Leave a Reply