বুধবার, ২১ মে ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সারাদেশে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রল পাম্প
-
প্রকাশের সময়
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
-
১৯৮
বার পড়েছে

অনলাইন ডেস্ক :-
জ্বালানি সংকট সামাল দিতে আগামীকাল থেকে আপাতত ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এছাড়া দেশের সব পেট্রল পাম্প সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা,বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী,মুখ্য সচিব,প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান,এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে একদিন পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে কীভাবে,কোন পদ্ধতিতে বন্ধ রাখা হবে,সেটা পরে জানানো হবে।বন্দর এলাকায় সপ্তাহে দুই দিন পেট্রল পাম্প বন্ধ রাখার বিষয়ে ভাবা হচ্ছে।বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ।এ বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন,এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে।দিনে এক থেকে দেড় ঘণ্টা,কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে।
শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply